শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

চরমোনাই পীরের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

চরমোনাই পীরের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপনকে (৩৫) আটক করা হয়েছে।

নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনী ও বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে।


বিজ্ঞাপন


24-20230613130310-20230613170241

এর আগে বিকেল থেকে স্বপনের ঘর ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মীসহ মুসল্লিরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মডেল থানার (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. কাওসার আহমেদ।

আরও পড়ুন

‘সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজী করে আমরা জানি’

কাওসার আহমেদ বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে চরমোনাই পীরের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা স্বপন। আমরা স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখি। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হয়। তাকে নিরাপদে আটক করে থানার হাজতখানায় রেখেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সেলফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর