শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

নাটোরে নবগঠিত বিএনপি নেতা কাশেমের কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে নবগঠিত বিএনপি নেতা কাশেমেন কুশপুত্তলিকা দাহ

নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেন দলের একাংশের নেতাকর্মীরা। এসময় মহাসড়ক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-বনপাড়া মহাসড়কের সদর উপজেলার দত্তপাড়া এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করা হয়।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরে দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। কিন্তু আজ তাকে কমিটিতে নেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা হতাশ। আওয়ামী লীগের শিমুলের নির্বাচন করেছে তিনি। আওয়ামী লীগকে অর্থ যোগান দিয়েছেন। অথচ তাকে করা হয়েছে জেলা বিএনপির সদস্য। দ্রুত নাটোর জেলা কমিটি সংশোধন করে কমিটিতে ত্যাগীদের নাম দেওয়া হোক।

এ বিষয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছেন, এখন থেকে তোমার আর নাটোরে যাওয়ার দরকার নেই। তুমি ঢাকায় রাজনীতি করো। আমার বর্তমান পোস্ট হচ্ছে আমি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা। সেই সঙ্গে ২০১৩ সাল থেকে পুরো গাজীপুরের দায়িত্বে রয়েছি আমি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি তারেক রহমান সাহেবকে বললেই তো হয় যে কাশেম কে? তাকে কেন নাটোরের কমিটিতে রাখা হলো। দল আমাকে যোগ্য বলে বিবেচনা করেছে বলেই পদ দিয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর