লক্ষ্মীপুরে দু’পক্ষের মারামারি দৃশ্য দেখতে গিয়ে ছাত্রলীগের ট্যাগ খেয়ে বেদম হামলার শিকার হয়েছেন আরাফাত ইয়াছিন তানজির (২৩) নামের এক ছাত্রদল নেতা। বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত তানজির।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ছাত্রদল নেতার বাবা মো. ফারুক চৌধুরী সুস্থ বিচারের প্রত্যাশায় ৫ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞাপন
এর আগে, দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার (৪ নম্বর ওয়ার্ড) পশ্চিম বাঞ্ছানগর এলাকায় বাসটার্মিনাল থেকে একটু অদূরে ভোলা বরিশাল সড়কের মীর বাড়ি সামনে এ বেদম হামলার শিকার হন ছাত্রদল নেতা তানজির।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই নারীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আজ মঙ্গলবার দুপুরে দুই নারীর লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। চিৎকার-চেঁচামেচি শুনে ছাত্রদল নেতা তানজির ঘটনাস্থলে গেলে রিজভী, হৃদয়, জহির ও আমিরসহ অনেকেই তার ওপর হামলিয়ে পড়ে। এতে তার মাথা ফেটে যায়। এ ছাড়াও শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়।
তানজিরের বাবা ফারুক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার ছেলেও ছাত্রদলের একজন সক্রিয়কর্মী। এ পরিচয় জেনে তারা আমার ছেলেকে পিটিয়ে জখম করে এবং তার মাথা ফেটে যায়। আমি অপরাধীদের নাম উল্লেখ থানায় লিখিত অভিযোগ দিলাম।
খবর পেয়ে তানজিরকে হাসপাতালে দেখতে আসেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক মো. জিদান চৌধুরী। দেখতে গিয়ে তিনি জানান, ছাত্রলীগের ট্যাগ দিয়ে ছাত্রদল নেতা তানজিরকে বেদম মারধর করে ছাত্রলীগের লোকজন। আমরা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। হামলার সঙ্গে যারা জড়িত পুলিশ তদন্ত করে তাদের আইনের আওতায় আনবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, তানজিরকে মারধরের অভিযোগ এনে তার বাবা একটি লিখিত আবেদন দায়ের করেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
প্রতিনিধি/এসএস