বাগরেহাটের শরণখোলায় হাকিম মুন্সি নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে গোয়াল ঘর, খড়ের গাদা ও পানের বরজ পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছে পাঁচটি গরু।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক হাকিম মুন্সি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ আগুনে গরু দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হাকিম মুন্সির ছেলে মিরাজ মুন্সি জানান, রাতে আগুনে পোড়ার শব্দে তাদের ঘুম ভাঙলে উঠে দেখে খড়ের গাদা সর্ম্পূণ পুড়ে গোয়াল ঘর ও পাশের পানের বরজ দাউ দাউ করে জ্বলছে। এসময় পরিবারের লোকজন ও প্রতিবেশী ছুটে এসে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করে।
বিজ্ঞাপন
মিরাজ মুন্সি আরও জানান, গোয়াল ঘরে ছোটবড় ১৩টি গরু ছিল। এর মধ্যে পাঁচটি গরু দগ্ধ হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারছেন না তারা। দগ্ধ গরুগুলোর মধ্যে দু’টির অবস্থা আশঙ্কাজনক।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রতিনিধি/এসএস