শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য পদ থেকে আতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জ জেলা বিএনপির সদ্য আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে আতাউর রহমান আতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক কমিটির সিনিয়র-সহ সভাপতি ও দুই বারের বিএনপির প্যানেলের সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার জয়রা এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


আতাউর রহমান আতা বলেন, এখন যিনি আহ্বায়ক হয়েছেন, তিনিই সাবেক কমিটির সভাপতি ছিলেন। আহ্বায়ক কমিটিতে আমাকে ৩নং সদস্য কারা হয়েছে। যা আমার জন্য হেয় করা হয়েছে। আমার উপরে যে দুইজন সদস্য হয়েছে তারা আমার চেয়ে বয়সে ছোট। মানসম্মান নষ্ট করত আর রাজনীতি করতে পারবো না, এর জন্য আজ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে। তা ছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটির অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ। নেতা যদি হই মান ইজ্জত নিয়েই হবো। তাছাড়া এমন নেতা হওয়ার আমার দরকার নেই। দল করতে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছি। জেল-জুলুম খেটেছি। এখন অসম্মানিত হলে আমার কর্মীদের কাছে কি জবাব দিব।

আতা আরও বেলন, প্রয়াত বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে বাবলুকেও কমিটিতে রাখা হয় নাই এছাড়াও বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখে নাই।

জেলার আহ্বায়কে উদ্দেশে করে আতাউর রহমান আতা বলেন, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার লোকজনকে কমিটিতে নিয়েছেন। আমাকে পরিকল্পিতভাবে তিন নং সদস্য বানানো হয়েছে। যাতে পরবর্তীতে সদস্যসচিব বানাতে আমি বাদে উপরের দুইজনকে বানাতে পারে।


বিজ্ঞাপন


আতাউর রহমান আতা এই কমেটি ভেঙে পুনরায় বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাঙ্গে আলোচনা করে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।   

উল্লেখ: গত রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। এই কমিটিতে সাবেক প্রয়াত বিএনপির মন্ত্রী হারুনার রসিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতাকে আহ্বায়ক নির্বাচিত করে ৬ জনকে সদস্য পদ দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর