রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নাটোর জেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ইট-পাটকেলের আঘাতে জানালার গ্লাস ও এসি ভেঙে যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় নবঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক তার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে রাতে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ ৫/৬ টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তার বাড়ির জানালার গ্লাস ও এসি ভেঙে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর