সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পলাশবাড়ীতে হামলা-বিস্ফোরণের ঘটনায় মামলা, সাবেক এমপিসহ আসামি ১১৬

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

পলাশবাড়ীতে হামলা-বিস্ফোরণের ঘটনায় মামলা, সাবেক এমপিসহ আসামি ১১৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, বিস্ফোরণ ঘটনানোসহ হত্যার চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এতে গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতিসহ ৫৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আসামি হিসেবে আরও ৫০/৬০ জন অজ্ঞাত রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) পলাশবাড়ী থানায় দায়ের করা এই মামলার বাদী হয়েছেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু মিয়া। তিনি পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে।


বিজ্ঞাপন


এজাহারে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের মালিকানাধীন নুনিয়াগাড়ীস্থ পলাশবাড়ী থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গত ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরের দিকে থানা যুবদলের কর্মী সমাবেশ চলছিল। এসম আসামিরা ককটেল, হাতবোমা, বিভিন্ন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় তৎকালীন এমপি উম্মে কুলসুম স্মৃতির হুকুমে ককটেল নিক্ষেপ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এতে আগুন জ্বলে ওঠে। এরই মধ্যে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় গুরুতর রক্তাক্ত জখম করে হামলাকারীরা।

আরও পড়ুন

বরগুনায় ছাত্রলীগ নেতার কোপে বিএনপি নেতা গুরুতর জখম

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু মিয়া বলেন, বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ে হামলা-বিষ্ফোরণ ও হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই আসামিদের গ্রেফতার দাবি করছি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার রহমান বলেন, বাদী রাজু মিয়ার এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা চালানো হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর