বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা তজির উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সারজিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তাঁর দাদার মৃত্যুর খবর নিশ্চিত করেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা...’
বিজ্ঞাপন
সারজিস আলমের বাবা আকতারুজ্জামান সাজু বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার বয়স ৯৪ থেকে ৯৫ হবে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে ঘর উপহার দেওয়ার ব্যাপারে জামায়াতের আমির এবং সারজিস আলমের বাবা আকতারুজ্জামান সাজু জানান, ‘আমার বাবা অসুস্থ ছিলেন এবং বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।’
প্রতিনিধি/একেবি

