বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে হাতিবান্ধা থানা পুলিশ

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিবান্ধা সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জিহানকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে উঁকি দিচ্ছে ফ্যাসিবাদ, রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার লালমনিরহাট সদর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর