রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে শনিবার দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ ও তিন মাঝিকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার জুরাই মন্ডলের ছেলে আনু মন্ডল (৩৪), একই এলাকার মহিউদ্দিন শেখের ছেলে দুলাল শেখ (৪৭) ও মহিউদ্দিন শেখের অপর এক ছেলে এরশাদ শেখ (৩০)।


বিজ্ঞাপন


পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা করে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাত্রীসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শনিবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। ঘাট এলাকায় আটকা পড়ে শত শত যানবাহন ও অসংখ্য সাধারণ যাত্রী। এ সকল যাত্রীদেরকে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে অধিক ভাড়া আদায় করে পারাপার করছিল কিছু ট্রলার চালক।

খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা ও এএসআই এনামুল সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোররাতে ঘন কুয়াশার মধ্যে পদ্মা নদীতে অভিযানে নামেন।


বিজ্ঞাপন


এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটগামী ও পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটগামী দুটি ট্রলার আটক করেন তারা। এ সময় আটক করা হয় তিনজনকে।

পরে আটককৃত তিনজনকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা আদায় করে সতর্ক করে ছেড়ে দেয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, ‘ঘন কুয়াশায় কোন নৌযান চলাচলের অনুমতি নেই। আমি খবর পেয়ে দুটি ট্রলার জব্দ ও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠাই। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর