সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফরোজা খান রিতা মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক নির্বাচিত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

আফরোজা খান রিতা মনিরগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক নির্বাচিত
আফরোজা খান রিতা

আফরোজা খান রিতাকে নতুন আহ্বায়ক হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে, যা দলের নেতাকর্মীদের মধ্যে খুশির ঢেউ তৈরি করেছে। তার নতুন দায়িত্বের খবরে বিএনপির নেতাকর্মীরা শহরসহ জেলার প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।

এটি নিশ্চিত করা হয়েছে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হয়েছেন আফরোজা খান রিতা এবং বাকিরা হলেন—এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন এবং গোলাম আবেদিন কায়সার।

বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী জানান, ‘শেখ হাসিনার শাসনামলে আফরোজা খান রিতা আমাদের পাশে সবসময় ছিলেন। তিনি আমাদের সাহায্য ও সাহস যুগিয়ে দলের নেতাকর্মীদের একত্রিত রেখেছেন। যখন মিথ্যা মামলায় আমরা কারাগারে ছিলাম, তিনি আমাদের পরিবারের খোঁজখবর রাখতেন এবং মুক্তির জন্য আইনজীবী নিযুক্ত করতেন।’

আফরোজা খান রিতা, যিনি প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বড় মেয়ে, মানিকগঞ্জের মেয়ে। তিনি আগে জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং ২০১৩ সালে আবারো জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর