মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে ইমরান ফারাস (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

১৬ ঘণ্টা পর সিরাজগঞ্জে নিখোঁজ ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিহত ইমরান ফারাস উপজেলার দক্ষিণ মদনপুর এলাকার  জিনাতুল ফারাসের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে দক্ষিণ মদনপুর সড়কের পাশে ইমরান ফরাসের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহত ইমরানের শরীরে জখমের অনেক চিহ্ন রয়েছে। ছেঁচড়ানোর দাগ রয়েছে। বিশেষ করে চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- রাতে কোনো গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর