বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরকীয়া প্রেমিকসহ গলায় ফাঁস নিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ এএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় এক প্রবাসীর স্ত্রী টুসি (২৪) ও তার পরকীয়া প্রেমিক রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত গৃহবধূ গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী টুসি ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী সান মোহাম্মদ সনুর বাড়িতে রাতে বেড়াতে আসেন তার পরকীয়া প্রেমিক রাকিব। টুসির শাশুড়ি তার বৌমা ও রাকিবকে এক ঘরের ভেতর থাকতে দেখে ফেললে টুসি ঘরের দরজা লাগিয়ে পরকীয়া প্রেমিকসহ বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আশেপাশের লোকজন এসে ঘরের দরজা খুলতে বললে তারা আর ঘরের দরজা খোলে না। জানলা দিয়ে উৎসুক জনতা দেখতে পায় যে দুইজন ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরবর্তীতে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল বাসার বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন