শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুর শহর জামায়াতের দায়িত্বশীল পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

চাঁদপুর শহর জামায়াতের দায়িত্বশীল পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের একটি মিলনায়তনে এই ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বক্তব্যে নেতাদেরকে সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য দাওয়াতি কাজ বৃদ্ধি করার প্রতি গুরুত্ব দেন তিনি।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (চাঁদপুর সদর-৩ আসনের) জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

দারসুল কুরআন পেশ করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা সোহেল আহমদ চিশতী। 

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, এডভোকেট মামুন হোসেন, মাওলানা নূর মোহাম্মদ খান, ১০নম্বর ওয়ার্ড আমির গোলাম মাওলা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, মজলিসে শুরা সদস্য ফারুকুল ইসলাম, আবু আবরার, মোল্লা মো. হানিফসহ শহর, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর