মোটরসাইকেলে অকটেন নিয়েও চট্টগ্রাম যাওয়া হলো না ব্যবসায়ীর। ফেনীর দাগনভূঞায় পিকআপ চাপায় নিহত হন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী-মাইজদি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম রফিকুল ইসলাম টিটু (৪৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের জয়নাল ডাক্তার বাড়ির মৃত মো. ইউছুফের ছেলে। চট্টগ্রামে ব্যবসা করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা বাজারের ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে অকটেন নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। ফিলিং স্টেশন থেকে ফেনী-মাইজদি আঞ্চলিক মহাসড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা পিকআপ মুখোমুখি তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একইদিন বাদ মাগরিব নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রফিকুল ইসলাম টিটুর চট্টগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তিনি তিন ছেলের জনক।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলকে চাপা দিয়ে পিকআপ চালক দ্রুত পালিয়ে যায়।
প্রতিনিধি/এমএইচটি

