সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু: নিখোঁজ ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু: নিখোঁজ ২

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে রাফিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এখনও  নিখোঁজ রয়েছে আরও দুই স্কুলছাত্র।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এর আগে বিকেল সোয়া ৩টার দিকে গোসলে নেমে নিখোঁজ হয় তিন বন্ধু।

thumbnail_Messenger_creation_4B149D04-2467-4291-BF63-5EC211342930

নিহত রাফিন ঝাটিবেলাই গ্রামের মো. বাবলুর ছেলে ও সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন কলেজছাত্র

নিখোঁজ সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও একই স্কুলের কৃঞ্চ (১৫) ও সারজিদ (১৫)।

thumbnail_Messenger_creation_A518E71C-E04E-4F4A-8CFA-2436ABB6B1C8

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ৬ বন্ধু ফুলজোড় নদীতে গোসলে নামে। বিকেল ৩টা ২৫ মিনিটে নদীতে তিনজন স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা ৬টায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা এসে নিখোঁজ অপর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে চেষ্টা করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর