বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে সুকুমার (৩০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত সুকুমার (৩০) উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগলের ছেলে।

আরও পড়ুন

কোস্টগার্ডের মাদক উদ্ধার অভিযানে একজনের মৃত্যু

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (তদন্ত, ওসি) মমিনুরজ্জামান ঢাকা মেইলকে জানান, শনিবার বিকেলে উপজেলার চামটিয়া গ্রামে রাস্তার পাশে ভ্যানচালক সুকুমারের মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে গেছে।

তিনি আরও জানান, উদ্ধারের পর মরদেহটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যার রহস্য উদঘটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে এ কর্মকর্তা জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর