গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তখন দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ
এতে চশমা প্রতীকে সভাপতি পদে আবু সাঈদ মো. সাহারুল হুদা ২৪২ ভোট, ঘোড়া প্রতীকে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান সরকার ২৯৮ ভোট ও মোরগ প্রতীকে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ কাউন্সিলের নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন - জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য রফিকুল ইসলাম।
আরও পড়ুন: বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
বিজ্ঞাপন
এ দিন বিকেল ৫টায় ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সামিউর রহমান।
অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন - গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, এ কাউন্সিল ব্যাপক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এভাবে অন্যান্য ইউনিয়নেও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে যারা দীর্ঘ দিন ধরে রাজপথে সংগ্রাম ও মামলা-হামলার শিকার হয়েছেন তাদের নির্বাচিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ রক্ষাকারী ও দলে অনুপ্রবেশকারীদের বয়কট করতে হবে।
প্রতিনিধি/ এমইউ