বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ নেতা সাজেদুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেফতার সাজেদুর উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি।

ওসি আশরাফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাজেদুর রহমান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।  

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন