সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাল জামিননামায় কারাগার থেকে মুক্ত ৪ মাদক কারবারি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

জাল জামিননামায় কারাগার থেকে মুক্ত ৪ মাদক কারবারি

হবিগঞ্জে বিচারকের জাল স্বাক্ষর দিয়ে তৈরি করা জামিননামায় ৪ মাদক কারবারি কারাগার থেকে বের হয়েছেন। বুধবার তারা হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতপাড়ায় এ ঘটনা জানাজানি হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৭), একই উপজেলার পাগলা গ্রামের শাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩), ছাতক উপজেলার কিরদাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আফজাল হোসেন (২২) ও মিমছাপৈর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রুয়েল আহমেদ (২৬)।


বিজ্ঞাপন


আদালত সূত্র জানায়, র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেন।

পরে মাধবপুর থানায় গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
কয়েক দিন আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ও গত ২৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগমের আদালতে চারজনের দুই দফা জামিন আবেদন নামঞ্জুর হয়।

ফলে জেলা ও দায়রা জজ আদালতে মামলার মূল কপি থেকে যায় এবং এ অবস্থায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে থাকা উপনথির মাধ্যমে জামিন আবেদন করার সুযোগই নেই বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কাশেম নিশ্চিত করেছেন।

কিন্তু বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের স্বাক্ষরসংবলিত একটি জামিননামা জেলা কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. মনির হোসেন চৌধুরী জানান, তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় জামিননামা পাওয়ার পর ওই চার আসামিকে মুক্তি দিয়েছেন। তবে কিভাবে নকল জামিননামা তৈরি হয়েছে, তা আদালতে খতিয়ে দেখা যাবে।

ওই আসামিদের আইনজীবী ফয়সল আহমেদ বলেন, ‘দুই আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমি তাদের পক্ষে আর কোনো আবেদন করেননি।

ধারণা করছি, তারা ভুয়া জামিননামা দিয়ে কারাগার থেকে বের হয়েছেন।’

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর