ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দ্ব, সংঘাত, হামলা-লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই-বলাই গ্রুপের প্রধান জামিরুল ইসলাম অরফে কানাইকে (৫৫) একটি আগ্নেয়াঅস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত জামিরুল ইসলাম অরফে কানাই উপজেলার ওই মৃত জুমারত মন্ডলের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নব্বই দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনীর সন্ত্রাসী আলোচিত কানাই-বলাই আপন দুই ভাই। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হামলা ও ভাঙচুর-লুটপাটের অনেক মামলা রয়েছে। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামে কানাই-বলাইয়ের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কানাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাড়ির পিছনের গর্ত থেকে একটি পুরাতন আগ্নেয়াঅস্ত্র উদ্ধার করা হয়। রাতেই যৌথবাহিনীর সদস্যরা তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, মঙ্গলবার রাতে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে জামিরুল ইসলাম অরফে কানাই নামের একজনকে একটি আগ্নেয়াঅস্ত্রসহ আটক করা হয়। পরে রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেন যৌথ বাহিনী।
ওসি জানান, তার বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে