শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় টিকিটের নামে চলছে জমজমাট জুয়া

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় টিকিটের নামে চলছে জমজমাট জুয়া

গাজীপুরের শিমুলতলী এলাকায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা চলছে, যেখানে লাখ লাখ মানুষ সমবেত হলেও মেলার আয়োজকরা টিকিটের নামে অবৈধ র‌্যাফেল ড্র বিক্রি করে বিতর্কের সৃষ্টি করেছেন।

অভিযোগ উঠেছে, মেলা কর্তৃপক্ষ প্রতিদিন অবৈধ র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করছে, যার মধ্যে রয়েছে গাড়ি, মোটরসাইকেল, স্বর্ণ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ডিনারসেটসহ আকর্ষণীয় পুরস্কার। এসব টিকিট গাজীপুর শহর ও আশপাশের গ্রামাঞ্চলে অটোরিকশা দিয়ে বিক্রি করা হচ্ছে, এবং এর মূল ক্রেতা হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দাদের মতে, মেলা শুরু হওয়ার পর থেকেই প্রবেশ টিকিটের নামে র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি শুরু হয় এবং প্রতিদিন কোটি টাকার টিকিট বিক্রি হচ্ছে। অনেকেই লটারির পুরস্কারের আশায় তাদের উপার্জন দিয়ে টিকিট কিনছেন, ফলে অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে।

লোকমান হোসেন, একজন স্থানীয় বাসিন্দা, জানিয়েছেন, ‘আমার মহল্লার বেশিরভাগ অটোচালকরা র‌্যাফেল ড্রয়ের টিকিট কিনে প্রায় ২০-৩০ হাজার টাকা খরচ করেছেন। মেলা শেষ হলে তারা বুঝতে পারবেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ বিষয়ে মেলা পরিচালনাকারী মিঠু র‌্যাফেল ড্রয়ের বিষয়টি অস্বীকার করেছেন, তবে টিকিট বিক্রির অবৈধ কার্যক্রমের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-এর অতিরিক্ত পরিচালক মহিউদ্দিন জানিয়েছেন, ‘মেলার স্থান আমাদের প্রতিষ্ঠানটির নিজস্ব সম্পত্তি। বাইরে টিকিট বিক্রি হওয়া প্রশাসনের দেখভালে আসে।’


বিজ্ঞাপন


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, ‘এভাবে টিকিট বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। আমাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না।’

মেলার আয়োজকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেননি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর