বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনে ট্রেনে কাটা পড়ে রফিক উদ্দিন (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজারে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রফিক উদ্দিন উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার তার শ্বশুর বাড়িতে থাকতেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

জানা গেছে, রোববার বিকেলে বাকপ্রতিবন্ধী রফিক উদ্দিন রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী নিহত। আমরা যাওয়ার আগে পরিবারের লোকজন তার লাশ নিয়ে গেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন