বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করেছেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মায়ের আশা পূরণ করতে ভুয়া শিক্ষার্থী সেজে রাবিতে ক্লাস, চারমাস পর আটক

শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদরাসার কম্পিটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এসময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষনার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি মাদরাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রোববার সকালে মাদরাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে অধ্যক্ষের নিজ অফিস কক্ষে ভেতর থেকে দরজা আটকিয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

thumbnail_Jhenidha_01

এসময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদরাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন