সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাঁওড় দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, পিস্তল-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

বাঁওড় দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, পিস্তল-গুলি উদ্ধার

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর সরকারি বাঁওড় দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে বাঁওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল ও এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন চৌগাছা থানা পুলিশ।


বিজ্ঞাপন


গুরুতর আহতরা হলেন, বিশ্বাসপাড়া মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জ্বল আহমেদ (৪০), কারিগরপাড়া তাইজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৬) ও যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের জহুর আলী ছেলে বিএনপি নেতা কালাম হোসেন (৫৭)। বাকি দু’জন চৌগাছা উপজেলা সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

আহতদের মধ্যে কালাম হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়গোবিন্দপুর সরকারি বাড়ি উপজেলা মনমথপুর বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেড বাংলা ১৪৩০ সনের ১ বৈশাখ সরকারি ইজারার মাধ্যমে মাছ চাষ শুরু করে। ৫ আগস্টের পরে ৫০ দিন ধরে স্থানীয় দুর্বৃত্তরা বাঁওড়ের মাছ লুট করে। পরে পৌর যুবদলের আহ্বায়ক সালাহউদ্দীন, চৌগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ঢালি বিক্রির মূলধনের ২০ শতাংশ দেওয়ার শর্তে মাছ চাষ চলছিল। সম্প্রতি সমিতির সিদ্ধান্ত মোতাবেক যশোর জেলা বিএনপির নেতা কালাম হোসেনের কাছে বাঁওড়ের ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। শুক্রবার কালাম হোসেনের নেতৃত্বে চৌগাছা উপজেলা বিএনপির এক পক্ষের ২০/২৫ জনকে নিয়ে বাওড়ে মাছ ধরতে যায়। এসময় সালাউদ্দীন, আব্দুর রহিম ও জাহিদুল এর ভাই শাহিনুর ঢালীর  লোকজন বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

যশোরে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ছাত্রদল নেতার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চৌগাছা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সংঘর্ষের ঘণ্টাখানেক পরে বিএনপি একপক্ষের চিহ্নিত সন্ত্রাসীরা মোহাম্মদপুরের গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হামিদ আলীর বাড়িতে আক্রমণ করে। বাড়িতে সমিতির সভাপতি কে না পেয়ে তার স্ত্রী আলিয়া বেগমকে (৬০) মারপিট করে।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাঁওড়ের মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল ও এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২১ জনের  নাম উল্লেখ করে একটি মারামারির মামলা এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর