বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০১:১৭ এএম

শেয়ার করুন:

মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে পুকুরে ডুবে জাবির হাসান ( ৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জাবির হাসান উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলামের ছেলে।

বুধবার (২২ জানুয়ারি) শ্রীপুর কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জাবিরের খালা সুমাইয়া জানান, জাবিরের বাবা তৈমুর ইসলাম তিন দিন আগে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্ত্রী ও সন্তানকে নানা বাড়ি রেখে যান। বুধবার সকালে পরিবারের অজান্তে জাবির বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে তার খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরের পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর