বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বাসে ২ নারীর কাছে মিললো ৪ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

বাসে ২ নারীর কাছে মিললো ৪ কেজি গাঁজা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে এই মাদক কারবারির সঙ্গে জড়িত ছালমা বেগম (৪০) ও শাহানাজ বেগম (৩০) নামের দুইজনকে নারীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবার এলাকার মহাসড়কে এই অভিযানে নেতৃত্ব দেন- গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম। 


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত ছালমা বেগম রংপুরের মিঠাপকুর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরকারপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের শাহজামাল মিয়ার স্ত্রী ও শাহানাজ বেগম ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক ক্লাব এলাকার (ভাদাইল রিপনের বাসার ভাড়াটিয়া)হাসিবুল ইসলামের স্ত্রী। 

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এতে সিটে বসা ছালমা ও শাহানাজের কাছ থেকে চার কেজি গাঁজা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সাদুল্লাপুর থানায় মামলা দিয়ে আসামিদের এ থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর