নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনব্যাপী এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বিজ্ঞাপন
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা, রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে নল্লাপাড়া এলাকা থেকে ৫০০ ঘনফুট, বটতলা থেকে দু’হাজার ৫০০ এবং নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
তখন বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
প্রতিনিধি/ এমইউ

