রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অভিযানের সময় হামলা, হাসপাতালে ৩ ডিবি পুলিশ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

অভিযানের সময় হামলা, হাসপাতালে ৩ ডিবি পুলিশ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এই ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হাসপাতালে ভর্তি তিন ডিবি পুলিশ সদস্য হলেন - উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল ও সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শফিকুল ইসলাম।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর