নরসিংদীর বেলাবতে ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র অনয় চন্দ্র মোদকের অপহরণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১ জানুয়ারি) সকালে উপজেলার বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ,বেলাব সরকারি ২নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন,পরিবারের লোকজনসহ নিহতের সহপাঠীরা।
এসময় বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য মায়ের কাছে বলে বাজারে যায়। এরপর থেকেই সে নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে রাতেই তার বাবার মোবাইলে অপহরণকারীরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলেন, তাদের দাবিকৃত টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তাকে মেরে ফেলা হবে। অসহায় বাবা ছেলেকে বাঁচাতে প্রথমে ২০ হাজার টাকা পাঠায়। এরপর বাকী টাকা পাঠাতে তার মোবাইলে মেসেজ আসে। পরবর্তীতে আরও ৮০ হাজার টাকা পাঠায়। কিন্তু ছেলেকে ফিরে পাইনি এই বাবা। অপহরণকারীরা অনয়কে ফেরত দেয়নি। গত রোববার (১৯ জানুয়ারি) উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দিঘলদীকান্দা গ্রামের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে অনয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
এসময় বক্তারা অনয় অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিল সহকারে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধি/ এজে

