মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শৈত্যপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। তীব্র শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
প্রচণ্ড শীতের কারণে অতি প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে যারা বাইরে যাচ্ছেন, তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
প্রতিনিধি/ এমইউ