সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্তে হট্টগোল: পায়ের চাপে ফসল নষ্ট

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

শেয়ার করুন:

সীমান্তে হট্টগোল: পায়ের চাপে ফসল নষ্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছু দিন আগে উত্তেজনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও গতকাল (১৮ জানুয়ারি) শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল হয়। শূন্যরেখার কাছে কয়েকশ মানুষ সমবেত হন। এতে পায়ের চাপে নষ্ট হয় জমির ফসল।

কৃষকেরা বলছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ ও সরিষার ফলন ধ্বংস হয়েছে। 


বিজ্ঞাপন


কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

স্থানীয়রা বলেন, ‘সীমান্তে উত্তেজনার সময় প্রচুর লোক সমাগম হয়। এখানে রাস্তা সে রকম নেই। এ কারণে মানুষের ভিড় আসে কৃষকের জমিতে। এতে জমির অনেক ফসলই নষ্ট হয়ে গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’ 

সীমান্ত পরিস্থিতি শান্ত হলে ক্ষতি যাচাই করবে কৃষি বিভাগ। এর ভিত্তিতে কৃষকদের প্রণোদনার উদ্যোগ নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘সীমান্তে উত্তেজনায় সময় সেখানে প্রচুর উৎসুক জনতা গিয়েছিল। ওই সময় মাঠগুলোতে সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল ছিল। এতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়-ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, শিবগঞ্জের এই সীমান্তে ৫০০ হেক্টরের বেশি জমিতে কৃষিকাজ করে চৌকা গ্রামের মানুষ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর