রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর বাঁধে করিমপুর সড়কে দুই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারি রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতার ব্যক্তি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে ঘটনার দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।


বিজ্ঞাপন


অভিযুক্ত পারভেজ ওই জেলার উবাহাটা গ্রামের মানিক মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী দুই নারী নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে একে অপরের আপন চাচাতো বোন।
এর আগে গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। নির্যাতনের শিকার  দুই বোনকে পুলিশ শনিবার বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নেন। সেখানে তারা ২২ ধারায় জবানবন্দী দেন। পরে তাদের মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম  জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে গ্রেফতার করেছি এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর