সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতে ইসলামীর নড়াইল সদর ও পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

জামায়াতে ইসলামীর নড়াইল সদর ও পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা ও নড়াইল পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহি।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250117_154055

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কাজ করে চলেছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতার পাশাপাশি সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও বৃদ্ধিও জন্য দাওয়াতি কাজ জোরদার করার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

মিজান ময়দানে আসছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব 

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি মো. আইয়ুব হোসেন খান, কর্মপরিষদ সদস্য মো. হেমায়েত হোসেন হিমু, সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, পৌর শাখার আমির মাস্টার জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইসাহক মিয়া প্রমুখ।


বিজ্ঞাপন


এসময় সদর ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর