নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে এবং নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
ওসি মাহবুর রহমান ঢাকা মেইলকে বলেন, বিকেলে পাবনার রূপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

