সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা আটক 

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা আটক 

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) রাতে নোয়াখালী পৌরসভার লইয়ার্স কলোনির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


 সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক গোলাম হোসেন বাবলু দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পর আত্মগোপনে চলে যান তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তি নোয়াখালী- ৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর একান্ত অনুসারী। নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দমন-পীড়ন করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর