সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৩৪তম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শিত হয়।

sonargoan-1

ফাউন্ডেশন সূত্র জানায়, এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্দ করা হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খ্যাতনামা ১৭টি জেলার কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবে। সোনারগাঁওয়ের কারুশিল্পের কারুকাজ, হাতি-ঘোড়া, মমি পুতুল, জামালপুরের তামা-কাঁসা-পিতলের সৌখিন সামগ্রী, সোনারগাঁওয়ের বাহারী জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাঁড়ি, বাটিক শিল্প, মনিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জী শিল্প, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলঙ্কার শিল্প, নাগর দোলা, বায়স্কোপ ও মিঠাই-মণ্ডার পসরা থাকবে স্টলগুলোতে।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, সোনারগাঁ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক যুবদল শাহ আলম মুকুল, সহ-সভাপতি মোরগাপাড়া ইউনিয়ন বিএনপি খোরশেদ আলম, বাংলাদেশ জামায়েত  ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তর সাধারণ সম্পাদক ইব্রাহিম হাসান,সোনারগাঁও উপজেলা দক্ষিণ সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও বিভিন্ন এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ইতোমধ্যে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রতি বছরের মতো মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশন চত্বর বর্ণিল সাজে সাজানো হয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর