মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে চোখ বেঁধে জিম্মি করে এক এজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ (৬৮) অভিযোগ করে জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা তুলে প্রথমে বাসে করে ও পরে অটোরিকশায় করে একই ব্যাংকের ভবানীপুর এজেন্ট শাখায় ফিরছিলেন তিনি।
বিজ্ঞাপন
এসময় পথে ইছাপুরা ইউনিয়নের কাঠালতলী নামক এলাকায় পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে একটি সাদা মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে।
আরও পড়ুন
পরে গাড়ি থেকে নেমে আসা ৩-৪ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মাইক্রোবাসে তোলে।
![]()
বিজ্ঞাপন
এতে বাধা দিলে দুর্বৃত্তরা আফজাল শেখের চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
ব্যাংক কর্মচারী আফজাল শেখ বলেন, লোকগুলো আমাকে একপর্যায়ে হ্যান্ডকাফ খুলে চোখ বাঁধা অবস্থায়ই সড়কের ওপর ফেলে দেয়। চোখ খুলে আমি জায়গাটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণগঞ্জ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকা চিহ্নিত করে। সেখান থেকে পরে নিজেই গাড়িতে করে বাড়ি ফিরে আসি।
ভবানীপুর এজেন্ট শাখার পরিচালক কামাল শেখ জানান, শাখাটিতে দারোয়ান হিসেবে কর্মরত আফজাল শেখকে মঙ্গলবার টাকা তুলতে পাঠান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান।
প্রতিনিধি/এসএস

