রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

কিছু দলীয় নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ’৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই। কিছু দলীয় নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে তারা চাঁদাবাজি ও লুটপাট করে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তিনি পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, ফ্যাসিবাদী আমলের সকল পুলিশ এখনও বহাল। পুলিশের মামলা বাণিজ্য অব্যাহত রয়েছে।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, শওকত আলী, তামিম আহমেদ।

আরও পড়ুন

শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত


বিজ্ঞাপন


এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাকিল সাইফুল্লাহ, অনিক খান সিয়াম, জাহিদুল হক বাধন, ইমদাদুল হক নিক্সন, মুহাম্মদ জিহাদ, সুফিয়ান, ফারহানা, তিশা, জুবায়েরসহ আরও অনেকে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন