মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খেত পরিচর্যা করে ফেরার পথে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ট্রাক্টর চাপায় কৃষকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে সিরাজুল ইসলাম খান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ (৩০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সিরাজুল ইসলাম খান উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়ার লিয়াকত আলী খানের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি হরিণবাড়িয়া বাজারে চায়ের দোকান করতেন।

আহত ট্রাক্টর চালক ফিরোজ শেখ রতনদিয়া ইউনিয়নের শিকদার পাড়ার জিন্নাহ শেখের ছেলে।

নিহত সিরাজুল ইসলাম খানের প্রতিবেশী মো. হুমায়ুন কবির জানান, সোমবার সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন খেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গা উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর