মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম হোসেনপুর গ্রামে রুজিনা বেগম (৩৬) নামে তালাকপ্রাপ্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় হাশিম মিজি (৫৮) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী (রুজিনা বেগম)।


বিজ্ঞাপন


এর আগে রোববার (১২ জানুয়ারি) রাতে অভিযোগের ভিত্তিতে আসামি হাশিম মিজিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন।

ধর্ষণের শিকার রুজিনা বেগম পশ্চিম হোসেনপুর মিজি বাড়ির আব্দুর রহমান মিজির মেয়ে। অপরদিকে আসামি হাশিম মিজি একই বাড়ির মৃত মোহাম্মদ মিজির ছেলে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, মামলার বাদী রুজিনা বেগম আত্মসম্মানের ভয়ে বিষয়টি এত দিন গোপন রাখে। এছাড়া আসামি তাকে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল। গর্ভের অনাগত সন্তান যেকোনো সময় নষ্ট করে দিতে পারে, এ শঙ্কায় তিনি মামলা করেন। আসামিকে গ্রেফতারের পর সোমবার আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর