কুষ্টিয়ায় গোস্ত বিক্রির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আল-আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে এবং লিটন সদ্দার নামের আরো এক যুবক আহত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত লিটন সদ্দার একই এলাকার মৃত রুনু সদ্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
নিহত আল-আমিনের স্বজনেরা জানান, আল-আমিন এবং তার বাবা রবিউল ওই এলাকায় গোস্তের ব্যাবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের গোস্ত বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিলো রবিউলের। কিন্তু আসাদুল টাকা পরিষোধ না করে তালবাহনা করছিলো। আজ রোববার বিকেলে রবিউল আসাদুলের কাছে টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল এবং তার দুই ছেলে আকুল এবং আকাশ আরো কয়েকজন সাথে করে এসে চাদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়।
এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল এবং আকাশ দুই জনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, পাওনা টাকা চাওয়ায় চুরিকাঘাতে একজন নিহত হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। এবিষয়ে নিহতের স্বজনেরা আসলেই মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/একেবি

