শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ লিফলেট বিতরণ

ঝিনাইদহে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে এ লিফলেট বিতরণ শুরু করা হয়।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির আল সাদী, সদস্য অ্যাড. জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরাইরা, রত্না খাতুন, সাইদুর রহমান, সাকিব রানা, অন্তরসহ অন্যান্যরা।

thumbnail_Jhenidha_photo_01

আরও পড়ুন

ফেনীতে বৈষম্যবিরোধী- নাগরিক কমিটির লিফলেট বিতরণ 

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ঘোষণাপত্রে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে পরিস্কারভাবে উল্লেখ, আওয়ামী লীগ ও দোসরদের বিচার স্পষ্ট করতে হবে, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে, নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে, সব ধরনের বৈষম্য নিরসনের মধ্যদিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে, গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদ রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে সংস্কারের ওয়াদা দিতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর