মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলায় সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ (৫৫) নামে একজন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের এলমেসের ছেলের সঙ্গে ইউসুফের ছেলের মধ্যে সিনিয়র-জুনিয়ার নিয়ে ঝগড়া হয়। সে সূত্রকে কেন্দ্র করে আজ শনিবার সকালে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড নিয়ে ইউসুফের বাড়িতে এসে হামলা করলে ইউসুফসহ আরও ৫জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘিওর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইউসুফের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার পথেই ইউসুফের মৃত্যু হয়।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়নের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, এই দুই পরিবারের মধ্যে পূর্ব কোনো বিরোধ ছিল না। ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটবে আমরা কল্পনাও করতে পারিনি। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম জানান, এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস