শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ধলগরাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শৈলকূপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের আসালত খান ও মোসলেম খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, কাশীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সকালে দু’পক্ষের সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা আছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর