টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়। তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।
প্রতিনিধি/ এজে