শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বান্দরবানে অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

বান্দরবানের আলীকদমে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিক ও দালাল চক্রের ৫ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে আটক করা হয় তাদের। এসময় তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক),একটি প্রাইভেট কার, একটি মোটরবাইকও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়া পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), বাজার পাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২),  খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

IMG-20250111-WA0023

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকায়   অভিযান পরিচালনা বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ   মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী ৫ বাংলাদেশি দালালকে আটক আটক করে বিজিবি। এছাড়া একই সময়ে তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক) একটি  প্রাইভেট কার ও একটি মোটরবাইক জব্দ করা হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

স্থানীয়রা আরও জানান আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলিকদমের সীমান্ত গহিন পাহাড়ি পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিল।

IMG-20250111-WA0025

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলেকে জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করানো ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের  পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্ক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর