শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

শ্রেণীকক্ষ-শিক্ষক সংকট এবং সেশনজট নিরসনসহ ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অবস্থান নিয়ে এ আন্দোলন করেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা 

বিভাগের সংস্কারে তাদের দাবিগুলো হলো - নির্দিষ্ট রুটিন প্রণয়ন করে প্রতিটি কোর্সের ন্যূনতম ক্লাস নিতে হবে, সেশনজট নিরসনে তিন মাসের মধ্য সেমিস্টারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া এবং শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত গেস্ট টিচার দ্বারা ক্লাস নিতে হবে, পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করা, সেমিনার লাইব্রেরি বরাদ্দ দেওয়া, ইনকোর্স সেমিস্টার ফাইনাল পরীক্ষার পরে নিতে হবে এবং নম্বর প্রদান করতে হবে, ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলমকে বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, প্রতি বছর বিভাগ থেকে শিক্ষা সফরে যেতে হবে এবং আন্দোলনের পরবর্তী প্রভাব কোনো শিক্ষার্থীর ওপর যেন না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: টোপ ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ-মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রতি বছর একটি করে সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়। সেমিস্টার শেষে রেজাল্ট প্রকাশ করতে ৭/৮ মাস লেগে যায়। আমাদের বিভাগে বর্তমানে সাতটি ব্যাচের ক্লাস-পরীক্ষা চলমান। কিন্তু তাদের বিপরীতে মাত্র একটি ক্লাসরুম এবং তিনজন শিক্ষক রয়েছেন। ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয় না। ফলে আমরা দীর্ঘ সেশনজটে পড়ে আছি।


বিজ্ঞাপন


বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করছি। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর