বাগেরহাট-৪ আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৭ বছর পর ছেলের কাছে পৌঁছেছেন। এবার তার ভালো চিকিৎসা হবে। তাই আজকের দিন আমাদের আনন্দের দিন। বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তার বিদেশ যাওয়া রহিত করেছিল। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে মা-ছেলে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটের ফুলহাতা বাজারে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আপনাদের হানাহানির কারণে আওয়ামী লীগ কিন্তু মাঠে ঢোকা শুরু করে দিয়েছে। দলের মধ্যে কোনো হানাহানি করা যাবে না। আপনারা একত্রিত থাকলেই ওই স্বৈরাচারের দোসরদের শক্ত হতে দমন করা যাবে। আপনাদের বিভক্তির কারণেই নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্রসংগঠন মোরেলগঞ্জে কেক কাটার সাহস পেয়েছে।
শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আশরাফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আরোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল আলীম খোকন, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ আলী।
প্রতিনিধি/এসএস