শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ফেনীতে ১১’শ পরিবারের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে ‘মাস্তুল’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ১১’শ পরিবারের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে ‘মাস্তুল’

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১’শ পরিবারের মধ্যে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাস্তুল ফাউন্ডেশন’।

শনিবার (১১ জানুয়ারি) ‘আহার হবে সবার ঘরে’ স্লোগানে মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


thumbnail_8ef691be-bcee-4f43-a081-97e62655af17

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনজুরুল আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।

আরও পড়ুন

সাদুল্লাপুরে ৫০০ দুস্থ মানুষ পেলেন কম্বল

মাস্তুলের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- হেড অব কমিউনিকেশন কাজী রায়হান রহমান, ইয়ুথ মাস্তুল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হাজারি, মাস্তুলের কেন্দ্রীয় সংগঠক ওসমান গনি রাসেল, প্রাণ আরএফএলের ব্রান্ড প্রমোটার রিজভি জাহান।

thumbnail_3549ffe0-c539-40f9-a76e-ead3a98b9c27

মাস্তুলের আয়োজনে আজকের এই কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন প্রাণ আরএফএল গ্রুপ। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সহায়তা করেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর